বামফ্রন্টের আমলে রাজ্যে নিয়ম করে শিক্ষক নিয়োগ হয়েছে: বিমান বসু
নজরবন্দি ব্যুরো: হবু শিক্ষকদের অনশনের আজ ২৮ তম দিন। রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশনরত এসএসসির চাকরি প্রার্থী।
গতকাল এবিষয়ে রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। তবে নির্বাচনী প্রচারে গিয়ে স্কুল সার্ভিস কমিশন প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে ভুললেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
যে দল মুখে উন্নয়ন-উন্নয়ন বলে চিৎকার করে সেই রাজ্যেই হবু শিক্ষকদের রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে, এদের তো রাস্তায় বসে থাকার কথা ছিল না, গত কাল উত্তর দিনাজপুরে জেলার গোয়ালপোখর ব্লকের গরগজ মাদাসায় এক কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন বিমান বসু।
পাশাপাশি তিনি জানিয়েছেন বামফ্রন্টের আমলে নিয়ম করে শিক্ষক নিয়োগ হয়েছে কিন্তু এখন তার ব্যতিক্রম হচ্ছে। বিগত সাত বছর রাজ্যে কেনও শিক্ষক নিয়োগ আটকে রাখা হয়েছে? এদিন বামফ্রন্ট চেয়ারম্যান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সেলিমের সমর্থনে কর্মী সভা করেন।
গতকাল এবিষয়ে রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। তবে নির্বাচনী প্রচারে গিয়ে স্কুল সার্ভিস কমিশন প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে ভুললেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
যে দল মুখে উন্নয়ন-উন্নয়ন বলে চিৎকার করে সেই রাজ্যেই হবু শিক্ষকদের রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে, এদের তো রাস্তায় বসে থাকার কথা ছিল না, গত কাল উত্তর দিনাজপুরে জেলার গোয়ালপোখর ব্লকের গরগজ মাদাসায় এক কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন বিমান বসু।

Exactly.....
ReplyDelete