ঘরের মাঠে চেন্নাই এর কাছে হারলো দিল্লি।
নজরবন্দি ব্যুরোঃ শক্তিশালী চেন্নাই দ্বিতীয় ম্যাচেও অপরাজিত থাকল। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারানোর পর এদিন দিল্লিকে তাঁদের মাঠে হারিয়ে দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। দিল্লির ১৪৬ রানের জবাবে ২ বল বাকী থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতল চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে শ্যেন ওয়াটসন শুরুতেই বিধ্বংসী খেলে ম্যাচ বের করে আনেন। তিনি করেন ২৬ বলে ৪৪ রান। মাঝে সুরেশ রায়না ১৬ বলে ৩০ রান করেন। শেষদিকে কেদার যাদব ২৭ রান ও ধোনি অপরাজিত ৩২ রান করে ম্যাচ জেতান। কেদার শেষ ওভারে আউট হলে ডোয়েন ব্র্যাভো ৪ মেরে ২ বল বাকী থাকতে জয় ছিনিয়ে আনেন। অপরদিকে ঘরের মাঠে টসে জেতে দিল্লি ক্যাপিটালস। তবে শেষ অবধি বড় রান তুলতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৭ রানে থামে শ্রেয়স আইয়ারের দল। সর্বোচ্চ ৫১ রান করেন শিখর ধাওয়ান।
চেন্নাইয়ের হয়ে শ্যেন ওয়াটসন শুরুতেই বিধ্বংসী খেলে ম্যাচ বের করে আনেন। তিনি করেন ২৬ বলে ৪৪ রান। মাঝে সুরেশ রায়না ১৬ বলে ৩০ রান করেন। শেষদিকে কেদার যাদব ২৭ রান ও ধোনি অপরাজিত ৩২ রান করে ম্যাচ জেতান। কেদার শেষ ওভারে আউট হলে ডোয়েন ব্র্যাভো ৪ মেরে ২ বল বাকী থাকতে জয় ছিনিয়ে আনেন। অপরদিকে ঘরের মাঠে টসে জেতে দিল্লি ক্যাপিটালস। তবে শেষ অবধি বড় রান তুলতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৭ রানে থামে শ্রেয়স আইয়ারের দল। সর্বোচ্চ ৫১ রান করেন শিখর ধাওয়ান।

No comments