Header Ads

ভোট প্রচারে বেলাগাম বিজেপির সায়ন্তন বসু । বুকে গুলি করার নিদান !

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ ভোট প্রচারে এসে বুকে গুলি করার নিদান দিলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বসিরহাটে পা রেখে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আধাসেনাদের উদ্দেশ্যে বসেন, বুথ দখল করতে এলে বুকে গুলি করুন। লোকসভা ভোটের আগে বিজেপি নেতার এই বেলাগাম কথাবার্তায় স্বভাবতই ব্যাকফুটে বিজেপি।

তিনি বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে এখানে প্রার্থী হয়েছি। এখানে কেউ ভোটের দিন বেয়াদপি করলে, নোংরামি করলে ছেড়ে কথা বলব না। সিআরপিএফকে বলব যারা রিগিং করতে আসবে, তাদের লক্ষ্য করে গুলি চালান। যারা ভোটের আগে সন্ত্রাস করবে তাদের লিস্ট সর্বভারতীয় নেতার কাছে আমরা পৌঁছে দিয়েছি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.