হবু শিক্ষকদের সমর্থনে বিশাল মিছিল SFI/DYFI-এর, আপাতত পিছু হটল পুলিশ।
নজরবন্দি ব্যুরোঃ ভোটের বাজার, জনগনের জন্যে কে কি করবে ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতির বুলি ছুটছে রাজ নেতাদের মুখে মুখে ঠিক তখনই রোদে পুড়ে জলে ভিজে শীতে কাঁপতে কাঁপতে চরম অস্বাস্থকর পরিবেশে অনশন করছে ওরা। রাজ্যের প্রায় ৪০০ জন হবু শিক্ষক। দিন আসে দিন যায়, এভাবেই আজ অনশন ২৪ দিনে পা দিয়েছে।
বিরোধী দলের নেতা নেত্রীরা আসে যায়, যাওয়ার সময় রেখে যায় পাশে দাড়ানোর প্রতিশ্রুতি। আসলে যোগ্যতার মাপকাঠিতে উর্ত্তীঘ্ন হবু শিক্ষকদের শান্তনা শুধুই প্রতিশ্রুতি। এরাজ্যে ২০১১ সালে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নিয়োগ পথে বসেছে সে অভিযোগ নতুন নয়। স্কুলশিক্ষকের পদে নিয়োগের দাবিতে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অন্তত ৪০০ জন অনশন করছেন। তাঁর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৬০ জনেরও বেশি পরীক্ষার্থী। স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকদের একটি দল তাঁদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাহায্য করছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গিয়ে কথা বলেছেন হবু শিক্ষকদের সঙ্গে, দাবি তুলেছেন তাঁদের হয়ে।
পাশাপাশি একাধিক শিক্ষক সংগঠন পাশে দাড়িয়েছে হবু শিক্ষকদের। অন্যদিকে আজ অনশন ভাঙতে উদ্যোগ নিয়েছে পুলিশ। হবু শিক্ষকদের অভিযোগ পুলিশ কিছুক্ষন আগে অনশন স্থলে আসে এবং জায়গা খালি করে দিতে বলে। যদি অনশনকারীরা আজকের মধ্যে জায়গা খালি করে অনশন না তুলে নেয় তাহলে তাঁদের বলপ্রয়োগ করে তুলে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে পুলিশ বলে অভিযোগ। হবু শিক্ষকদের দাবি, তাঁদের অনশন আজ ২৪ দিনে পড়েছে আর ৪৮ ঘন্টা অনশন চালিয়ে গেলে ভেঙে যাবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনশনের রেকর্ড। সেই কারনেই পুলিশ অতি সক্রিয় হয়ে তাঁদের অনশন ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক না কেন, অনশন তুলবেন না তাঁরা। সাফ জানিয়ে দিয়েছেন হবু শিক্ষকরা।
অন্যদিকে একটি সূত্র অনশনকারীদের কানে পৌঁছে দেয় এক বার্তা, যাতে বলা হয় অনশন না তুললে র্যাফ নামিয়ে তোলা হবে তাঁদের। সেই খবর পেয়ে এসএফআই এবং ডিওয়াইএফআই অনশনকারীদের সমর্থনে প্রতিরোধ গড়ে তোলে। হবু শিক্ষকদের দাবীর সমর্থনে তাঁদের পাশে দাঁড়িয়ে এদিন রাজপথে বিশাল মিছিল করে বাম ছাত্র এবং যুব সংগঠন। আপাতত পিছু হটেছে পুলিশ বলে জানা গিয়েছে।
বিরোধী দলের নেতা নেত্রীরা আসে যায়, যাওয়ার সময় রেখে যায় পাশে দাড়ানোর প্রতিশ্রুতি। আসলে যোগ্যতার মাপকাঠিতে উর্ত্তীঘ্ন হবু শিক্ষকদের শান্তনা শুধুই প্রতিশ্রুতি। এরাজ্যে ২০১১ সালে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নিয়োগ পথে বসেছে সে অভিযোগ নতুন নয়। স্কুলশিক্ষকের পদে নিয়োগের দাবিতে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অন্তত ৪০০ জন অনশন করছেন। তাঁর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৬০ জনেরও বেশি পরীক্ষার্থী। স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসকদের একটি দল তাঁদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাহায্য করছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গিয়ে কথা বলেছেন হবু শিক্ষকদের সঙ্গে, দাবি তুলেছেন তাঁদের হয়ে।
অন্যদিকে একটি সূত্র অনশনকারীদের কানে পৌঁছে দেয় এক বার্তা, যাতে বলা হয় অনশন না তুললে র্যাফ নামিয়ে তোলা হবে তাঁদের। সেই খবর পেয়ে এসএফআই এবং ডিওয়াইএফআই অনশনকারীদের সমর্থনে প্রতিরোধ গড়ে তোলে। হবু শিক্ষকদের দাবীর সমর্থনে তাঁদের পাশে দাঁড়িয়ে এদিন রাজপথে বিশাল মিছিল করে বাম ছাত্র এবং যুব সংগঠন। আপাতত পিছু হটেছে পুলিশ বলে জানা গিয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই