লক্ষ্য বামেদের থেকে বেশি জমায়েত, ৩রা এপ্রিল ব্রিগেডে সভা মোদীর। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ বিরোধীরা ঐক্যবদ্ধ হতে না পারলেও খুব একটা স্বস্তিতে নেই গেরুয়া শিবির। মূলত চিন্তা উত্তরপ্রদেশ কে নিয়ে। কার্যত উত্তরপ্রদেশ ম্যাজিকের ওপর ভর করেই গতবার ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু অখিলেশ এবং মায়াবতী এক হয়ে যেতে গতবারের প্রাপ্ত আসন তিন ভাগের এক ভাগে নেমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তাই গেরুয়া শিবিরের ২০১৯ সালে ক্ষমতায় আসার জন্যে যে রাজ্য গুলো মূল লক্ষ তাঁর মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এ রাজ্য থেকে বেশি আসন জিতে উত্তরপ্রদেশের ঘাটতি পোষাতে চান অমিত শাহরা। সেই লক্ষেই পশ্চিমবঙ্গে বেশি করে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, থাকবেন একাধিক হাই প্রোফাইল নেতা।
কিছুদিন আগে তৃণমূল এবং বামফ্রন্ট পরপর দুটি ব্রিগেড সভা করলেও পিছিয়ে আসে বিজেপি। এবার সম্ভবত বিজেপি সমর্থদের দাবি পূরণ হতে চলেছে।
আগামী ৩ এপ্রিল ব্রিগেড সমাবেশ করবে বিজেপি, প্রধান বক্তা নরেন্দ্র মোদী। পাশাপাশি সাত দফায় বিভিন্ন হেভিওয়েট বিজেপি নেতারা সভা করবেন রাজ্যে। থাকবেন যোগী আদিত্যনাথ, অমিত শাহ। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ করবেন ৭টি করে সভা, যোগী আদিত্যনাথ করবেন ৮টি।
বিজেপি সূত্রে খবর, আগামী ৩ এপ্রিল তাদের লক্ষ বাম ব্রিগেডের জমায়েতকেও ছাপিয়ে যাওয়া। কিন্তু তৃণমূলের ব্রিগেড টার্গেট নয় কেন? বিজেপি নেতার উত্তর "ধুস ওদের সভায় লোক কোথায় হয়েছিল"??
তাই গেরুয়া শিবিরের ২০১৯ সালে ক্ষমতায় আসার জন্যে যে রাজ্য গুলো মূল লক্ষ তাঁর মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এ রাজ্য থেকে বেশি আসন জিতে উত্তরপ্রদেশের ঘাটতি পোষাতে চান অমিত শাহরা। সেই লক্ষেই পশ্চিমবঙ্গে বেশি করে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, থাকবেন একাধিক হাই প্রোফাইল নেতা।
কিছুদিন আগে তৃণমূল এবং বামফ্রন্ট পরপর দুটি ব্রিগেড সভা করলেও পিছিয়ে আসে বিজেপি। এবার সম্ভবত বিজেপি সমর্থদের দাবি পূরণ হতে চলেছে।
বিজেপি সূত্রে খবর, আগামী ৩ এপ্রিল তাদের লক্ষ বাম ব্রিগেডের জমায়েতকেও ছাপিয়ে যাওয়া। কিন্তু তৃণমূলের ব্রিগেড টার্গেট নয় কেন? বিজেপি নেতার উত্তর "ধুস ওদের সভায় লোক কোথায় হয়েছিল"??
Loading...
কোন মন্তব্য নেই