Header Ads

ব্যার্থ হল ধামাচাপা দেওয়ার চেষ্টা? অভিষেকের স্ত্রী-র বিরুদ্ধে FIR কাস্টমসের!

নজরবন্দি ব্যুরোঃ যে খবর রাজ্যের সংবাদমাধ্যম সম্পূর্ণ চেপে গিয়েছিল সেই খবর এবার প্রকাশ্যে এল। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটি পোস্টে ছেয়ে যায় যে অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা কে ২ কেজি সোনা সহ আটক করেছে শুল্ক দফতর। কিন্তু সেই খবর কোন সংবাদমাধ্যম প্রকাশ করেনি। কার্যত ধামাচাপা পড়ে গিয়েছিল খবরটি। কিন্তু এবার সেই খবর প্রকাশ্যে এল।

সূত্রের খবর, গত ১৫ই মার্চ অন্য এক মহিলার সাথে ব্যাঙ্কক থেকে কলকাতা ফেরেন অভিষেকের স্ত্রী। বিমান বন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বেরনোর সময় তাঁদের পাসপোর্ট দেখতে চায় কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁদের ব্যাগ সহ এক্সরে মেশিনের মধ্যে দিয়ে যেতে বলা হয় তাঁদের। কিন্তু অভিযোগ দুটি ক্ষেত্রেই কর্তৃপক্ষের সাথে কোন সহযোগিতা না করে নিজেকে ভিভিাইপি পরিচয় দেন তিনি! এবং আধিকারিকদের হুমকি দেন।
সূত্রের খবর এরপর মুখ্যমন্ত্রীর বৌমা এবং তাঁর সাথে থাকা মহিলাকে আটক করে কাস্টমস, আধিকারিকরা পরীক্ষা করেন তাঁদের জিনিসপত্র, পাওয়া যায় তিনটি ব্যাগ। এই ঘটনার কিছুক্ষন পরেই স্থানীয় পুলিশের তরফে কাস্টমসের কাছে ফোন আসে বলে খবর। পরে রাত ২টো নাগাত এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন দুই মহিলা।
কাস্টমসের এফআইআর-এ বলা হয়েছে, অভিষেকের স্ত্রী রুজিরা তাঁদের কর্তব্যে বাঁধা দেন এবং অত্যন্ত খারাপ ব্যাবহার করেন। এমনকি রুজিরা হুমকিও দিয়েছেন আধিকারিকদের। তবে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সোনা পাওয়ার ব্যাপে কিছু এফআইআর-এ উল্লেখ করেনি শুল্ক দফতর বলে জানা গেছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর বৌমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তা প্রমাণিত হলে দুবছরের জেল হতে পারে তাঁর।
অন্যদিকে সূত্র জানাচ্ছে এয়ারপোর্ট থানা অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর নাকি গ্রহন করেনি। তাই সম্ভবত শুল্ক দফতর ব্যারাকপুর কোর্টের দ্বারস্থ হতে চলেছে। 

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.