মমতাকে 'কুনকি হাতি' বলে আক্রমণ সূর্যকান্ত মিশ্রের।
নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কুনকি হাতি' বলে আক্রমণ করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আজ দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো সম্পর্কে এমনই মন্তব্য করেন সূর্যকান্ত। তিনি বলেন, "বুনো হাতিকে বশ করতে বনবিভাগ যেমন কুনকি হাতি নিয়োগ করে, ঠিক তেমনই বিরোধী ঐক্যের কুনকি হাতি হচ্ছেন তৃণমূল নেত্রী ।
তিনি এখানে যান ওখানে যান। শেষবার বিরোধীদের সঙ্গে বৈঠকের পর রাজনাথ সিংয়ের সঙ্গেও ২ ঘন্টা বৈঠক করেন।" কী নিয়ে সেই বৈঠক? তা নিয়ে আজ প্রশ্ন তোলেন সূর্যকান্ত মিশ্র। বিজেপির সঙ্গে তৃণমূল নেতৃত্ব গোপন আঁতাত করেছে বলেও মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র। বলেন, "যা হয়েছে, তা অত্যন্ত গোপনে। কারণ ঘোমটা খুলে গেলে তো সবাই খ্যামটা নাচ দেখতে পাবে।"এদিনের কর্মিসভায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী আভাস রায়চৌধুরী , আসানসোল কেন্দ্রের প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি সহ জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Loading...
কোন মন্তব্য নেই