"তোমার মনখারাপে আমার ব্যাথা" - পড়ুন দোয়েলের কবিতা। #Bangla21
"তোমার মনখারাপে আমার ব্যাথা"
দোয়েল দাস
অনেক আগেই পাবার ছিল কথা, অনেক আগেই তা হতো ছুঁয়ে দেখা। আরো আগেই বলেছিলে থাকবে আমার কোলে, আরো তো ছিল কথা মাথা রাখবে বুকে। এ সব কথা কি খুব পুরানো? না তো, এই তো কটা আগেও স্বপ্নতে দেখা। ছবি হাতে কান্না আমার, শুধুই কি আমার একা? তোমার মন খারাপে কেন আমার বুকে ব্যাথা?চাই না কিছুই বলতে আমি থাক লুকানো সন্ধি, না হোক দেখা থাকুক ফ্রেমে লুকানো বা ডায়েরি বন্দি।
দোয়েল দাস
ভাতার, বর্ধমান।
Loading...
কোন মন্তব্য নেই