Header Ads

হরভজন যাদুতে ৭০ রানেই শেষ আরসিবি!

নজরবন্দি ব্যুরঃ আই পি এল এর প্রথম ম্যাচে ৭০ রানেই গুটিয়ে গেল বিরাটরা।চেন্নাইয়ের হয়ে ৯ রানে ৩ উইকেট নিলেন ইমরান তাহির। হরভজন নিলেন ২০ রানে ৩ উইকেট।বিরাট কোহলি (৬) ও এবি ডিভিলিয়ার্স (৯)।টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধিন্ত নেয় ধোনি।  শেষ পাওয়া খবর অনুযায়ী সিএসকে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে রান করেছে ১১। খেলা চলছে। 

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.