পরবর্তী নৌসেনা প্রধান হচ্ছেন করমবীর সিং!
নজরবন্দি ব্যুরো: এবার নৌসেনা প্রধানের আসনে বসতে চলেছেন করমবীর সিং। নৌসেনা প্রধান সুনীল লাম্বার স্থলাভিষিক্ত হবেন করমবীর সিং। মে মাসে খালি হবে নৌসেনা প্রধানের পদ। আর তার পরে ওই গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন করমবীর সিং।
এই মুহূর্তে পূর্ব নৌ-কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং চিফের দায়িত্বে রয়েছেন করমবীর।
এছাড়াও আন্দামান নিকোবরে ট্রাই সার্ভিসে ইউনিফায়েড কমান্ড, মহারাষ্ট্র ও গুজরাতেও ফ্ল্যাগ কমান্ডারের দায়িত্বভার সামলেছেন তিনি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত করমবীর সিং, ১৯৮০ সালে সেনাবাহিনীতে যোগদান করেছেন। ৩৭ বছরের সেনা কেরিয়ারে পেয়েছেন অতি বিশিষ্ট সেবা সম্মান ও পরম বিশিষ্ট সেবা সম্মান।
এই মুহূর্তে পূর্ব নৌ-কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং চিফের দায়িত্বে রয়েছেন করমবীর।
Loading...
কোন মন্তব্য নেই