Header Ads

আমডাঙায় উদ্ধার ৭৬টি তাজা বোমা!

নজরবন্দি ব্যুরো: ফের উত্তপ্ত আমডাঙা। সোমবার রাতে তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোত্তেরবিল এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক। ৭৬টি তাজা বোমা বাজেয়াপ্ত করেছে প্রশাসন।
সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পঞ্চায়েত নির্বাচনের সময় খবরের প্রথম পাতায় জায়গা করে নেয় আমডাঙা। ভোটের মুখে শাসক এবং বিরোধী দলের নেতা কর্মীদের খুন করার অভিযোগও উঠেছিল। ফের লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই পরপর তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আমডাঙায়।

পুলিশ সূত্রে খবর, গত ১ সপ্তাহে মোট ১৫০ টি বোমা উদ্ধার হয়েছে।
তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোত্তেরবিল এলাকা থেকে দু’টি ড্রাম ও দু’টি বস্তা মিলিয়ে মোট ৭৬ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে  তা জানতে তদন্ত চলছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.