মা হতে চলেছেন ঐশ্বর্য ?
নজরবন্দি ব্যুরোঃ বলিউডে জোর খবর ছড়িয়ে পড়েছে ঐশ্বর্য না কি গর্ভবতী, গর্ভে সন্তান নিয়েই এ বারের রং খেলা উদযাপন করেছেন তিনি! ঘটনাটি হল সম্প্রতি গোয়ায় স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ঐশ্বর্য। আর সেখানে সমুদ্রের ধারে ঘুরে বেড়ানোর কিছু ছবি হয়েছে নেট দুনিয়ায় ভাইরাল।
কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে ঐশ্বর্যের বেবি বাম্প। ছবিটি ইন্টারনেটে পোস্ট হওয়া মাত্র ভাইরাল হয় সর্বত্র। প্রত্যেকেই সুখবর বলে শুভেচ্ছা জানান বচ্চন পরিবারকে। তবে অভিনেত্রীর বিশেষ পরিচিতের সূত্রে এই অভিযোগের পুরটাই মিথ্যে বলে জানানো হয়েছে।
ছবিটি ভুল অ্যাঙ্গেলে তোলায় এমনটা মনে হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। প্রসঙ্গত,এর আগে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবং করিনা কপূরের মা হওয়ার খবর ছড়ায় নেট দুনিয়ায়। সেই খবরগুলিও গুজব বলে এড়িয়ে যাওয়া হয়। তবে সত্যি বচ্চন পরিবারে আরও এক নতুন সদস্য আসতে চলেছে কীনা তা বলে দেবে সময়।
কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে ঐশ্বর্যের বেবি বাম্প। ছবিটি ইন্টারনেটে পোস্ট হওয়া মাত্র ভাইরাল হয় সর্বত্র। প্রত্যেকেই সুখবর বলে শুভেচ্ছা জানান বচ্চন পরিবারকে। তবে অভিনেত্রীর বিশেষ পরিচিতের সূত্রে এই অভিযোগের পুরটাই মিথ্যে বলে জানানো হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই