রাহুলের 'ন্যায়' প্রকল্পে উপকৃত হবেন ৫ কোটি পরিবার!
নজরবন্দি ব্যুরো: দেশ থেকে 'গরিবি হঠাও'। রাফালের পর মোক্ষম তাস ফেলল রাহুল গান্ধী। সোমবার দুপুরে কংগ্রেস সভাপতির একটি ঘোষণাতেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড়। কংগ্রেস ক্ষমতায় এলেই দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে প্রতি বছর ৭২ হাজার টাকা করে সাহায্য করবে সরকার। সরাসরি ব্যাঙ্কে পড়ে যাবে সেই টাকা। এ বার বিষয়টা দাঁড়াল, মোদীর ৩.৪০ টাকা বনাম রাহুলের ৪০ টাকা।
কংগ্রেস ক্ষমতায় এলেই দৈনিক ৪০ টাকা ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি।
ঠিক কী বলেছেন কংগ্রেস সভাপতি? তিনি জানান, কংগ্রেস গরিবদের টাকা দেবে। নতুন প্রকল্পের নাম হবে 'ন্যায়'। কংগ্রেস ক্ষমতায় এলে গরিবদের ন্যূনতম রোজগার নিশ্চিত করবে। রাহুল গান্ধির কথায়, 'এই প্রকল্পের আওতায় ৫ কোটি গরিব পরিবার ও ২৫ কোটি মানুষ সরাসরি সাহায্য পাবেন।
সব হিসেব করা হয়ে গিয়েছে। বিশ্বের কোনও জায়গায় এই ধরনের স্কিম নেই। মোদী ধনীদের টাকা দেন। কংগ্রেস গরিবদের টাকা দেবে। দারিদ্র দূর করবে। মাথাপিছু দৈনিক আয় ৪০ টাকার গ্যারান্টি।'
কংগ্রেস ক্ষমতায় এলেই দৈনিক ৪০ টাকা ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি।
ঠিক কী বলেছেন কংগ্রেস সভাপতি? তিনি জানান, কংগ্রেস গরিবদের টাকা দেবে। নতুন প্রকল্পের নাম হবে 'ন্যায়'। কংগ্রেস ক্ষমতায় এলে গরিবদের ন্যূনতম রোজগার নিশ্চিত করবে। রাহুল গান্ধির কথায়, 'এই প্রকল্পের আওতায় ৫ কোটি গরিব পরিবার ও ২৫ কোটি মানুষ সরাসরি সাহায্য পাবেন।
Loading...
কোন মন্তব্য নেই