সাড়ে ৮ হাজার কোটির ঋণের বোঝা, সরে দাঁড়ালেন জেটএয়ারওয়েজের চেয়ারম্যান!
নজরবন্দি ব্যুরো: খানিকটা আন্দাজ করা যাচ্ছিল। এবার সব আশঙ্কা সত্যি করে জেট এয়ারওয়েজের বোর্ড থেকে পদত্যাগ করলেন কর্ণধার নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা।
সোমবার বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকের পরই তাঁরা এই সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল এই প্রতিষ্ঠানটি। সূত্রের খবর অনুযায়ী, এতিহাদের স্টেক ২৪ % থেকে কমিয়ে ১২ % করা হবে। নরেশ গয়ালের অংশ কমিয়ে ৫১ থেকে ২৫.৫ % করা হবে। এতিহাদ বলেন, ৭৫০কোটির এমারজেন্সি ফান্ডিং এখন তারা দিতে পারবে না। দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল সংস্থাটি। বহু কর্মচারী বেতনও পাচ্ছিলেন না বলে জানা গিয়েছে।
এর সাথে একের পর এক বিমান উড়ান বাতিল করা হচ্ছিল বলে অভিযোগ। নরেশ গয়াল এবং তার স্ত্রীর বোর্ড থেকে সরে দাঁড়ানোর পর জেটএয়ারওয়েজের শেয়ার ১২ শতাংশ বৃদ্ধি পায়।
এর সাথে একের পর এক বিমান উড়ান বাতিল করা হচ্ছিল বলে অভিযোগ। নরেশ গয়াল এবং তার স্ত্রীর বোর্ড থেকে সরে দাঁড়ানোর পর জেটএয়ারওয়েজের শেয়ার ১২ শতাংশ বৃদ্ধি পায়।
Loading...
কোন মন্তব্য নেই