আইপিএল এ দুর্দান্ত ব্যাট করেই অবসর নিয়ে মুখ খুললেন যুবরাজ।
নজরবন্দি ব্যুরোঃ ১৯ এর আইপিএল নিলামে প্রথমে বিক্রিই হচ্ছিলেন না যুবরাজ সিং। পরে এক কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। নীতা আম্বানির দলের জার্সি গায়ে চাপিয়েই কথা দিয়েছিলেন, এবার আইপিএলে নিজেকে উজাড় করে দেবেন। কথা রাখলেন যুবি। ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ঝলসে উঠল তাঁর ব্যাট। দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে আউট হন তিনি।
আর তারপরই তাঁর দিকে ছুটে আসে সেই প্রত্যাশিত প্রশ্ন। কবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি? রাখঢাক না রেখে সরাসরি এবার এ প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় অলরাউন্ডার।রবিবার দিল্লির কাছে ৩৭ রানে হারের পর সাংবাদিক সম্মেলনে যুবি বলেন, 'সঠিক সময় এলেই বুট জোড়া তুলে রাখব। যখন মনে হবে আর নয়, তখন কাউকে বলে দিতে হবে না।' তবে তিনি এও স্বীকার করেন, ইদানীং মাঝেমধ্যে মনে হয়, আর এভাবে চলছে না।
তাঁর কথায়, 'গত দু'ছর অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কী করা উচিত বুঝে উঠতে পারছিলাম না।' তারপর ঠান্ডা মাথায় অনেক ভেবে বোঝেন, অনূর্ধ্ব ১৬ দলে থাকাকালীন ক্রিকেটকে যতটা উপভোগ করতেন, এখনও ততটাই করেন। তাই আপাতত অবসর নিচ্ছেন না।
তাঁর কথায়, 'গত দু'ছর অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কী করা উচিত বুঝে উঠতে পারছিলাম না।' তারপর ঠান্ডা মাথায় অনেক ভেবে বোঝেন, অনূর্ধ্ব ১৬ দলে থাকাকালীন ক্রিকেটকে যতটা উপভোগ করতেন, এখনও ততটাই করেন। তাই আপাতত অবসর নিচ্ছেন না।
Loading...
কোন মন্তব্য নেই