Header Ads

রাফালের নথি ফাঁস নিয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা কেন্দ্রের!

নজরবন্দি ব্যুরো: বহু বিতর্কের পর আজ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক রাফাল মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা করল। ওই হলফনামাতে জানিয়েছে, রাফাল মামলায় যে তথ্য আদালতে জমা করা হয়েছে বা ফাঁস করা হয়েছে তা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সংবেদনশীল।
কারণ ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান একমাত্র যুদ্ধের কাজে ব্যবহৃত হয়।

ওই হলফনামায় জানিয়েছে, আবেদনকারীরা যে নথি আদালতে জমা করেছেন, তা প্রচণ্ড সংবেদনশীল। যাঁরা নথি ফাঁসের পিছনে রয়েছেন, তাঁরা অপরাধ করেছেন। জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করেছেন তারা। গত ২৮ ফেব্রুয়ারি এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও কেন্দ্র আদালতে জানিয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.