Header Ads

সীমান্তে দুই পাক যুদ্ধবিমান, তৈরি ভারতীয় বায়ুসেনা।

নজরবন্দি ব্যুরো: ভারতীয় সেনাদের উপর হামলা চালানোর পরে ভারতীয় বায়ুসেনা এয়ারস্ট্রাইক করে পাকিস্তানের উপর। আর তার প্রতিশোধ নিতে ছক করছে পাকিস্তান।  কিন্তু কোনওভাবেই ভারতের কড়া প্রতিরক্ষা বলয় টপকাতে পারছে না পাক বিমান।
আর তাতেই যেন তাদের ছটফটানিটা আরও বাড়ছে।
মঙ্গলবার রাতে ফের সীমান্ত থেকে দশ কিলোমিটারের মধ্যে সন্দেহজনকভাবে চক্কর কাটতে দেখা যায় দুটি পাক যুদ্ধবিমানকে। যার পর সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বায়ুসেনাকে সদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে বুধবার এমনটাই জানানো হল।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, গতকাল পাক অধিকৃত কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছেই ঘোরাফেরা করছিল দুটি পাক যুদ্ধবিমান।
ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এমন শব্দের পর থেকেই আরও সজাগ হয়েছে ভারতীয় রাডার সিস্টেম। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.