Header Ads

দিল্লিতে অর্জুন সিং! বাড়ল বিজেপিতে যোগ দেবার জল্পনা।

নজরবন্দি ব্যুরো: জল্পনা চলছিল। এবার সেটা সত্যি হতে চলেছে। ব্যারাকপুর আসনে দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর সাহায্য ছাড়া ব্যারাকপুরে যে দীনেশ ত্রিবেদীর জয় অসম্ভব তাও প্রায় পরিষ্কার ।
বুধবার গভীর রাতে তিনি দিল্লি পৌঁছেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রের খবর।
মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। আর এর পর প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন অর্জুন সিং। এরপর বুধবার সন্ধের বিমানে দিল্লি যাত্রা। রাত এগারোটা নাগাদ তিনি দিল্লিতে পৌঁছেছেন বলে খবর।
অর্জুন সিং-এর ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর অর্জুন সিং দল ছাড়লে তার প্রভাব পড়তে পারে, নৈহাটি, ভাটপাড়া এবং হালিশহর পুরসভাতেও। দলত্যাগ করার সম্ভাবনা অর্জুন ঘনিষ্ঠ কাউন্সিলরদের। আর এর ফলে প্রবল চাপে পড়তে পারেন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.