Header Ads

রাজনৈতিক প্রথম সাংবাদিক সম্মেলনে সব প্রসঙ্গ নিয়ে চাঁছাছোলা উত্তর দিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরত।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের তৃণমূলের বসিরহাটের এবারের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান তাঁর দ্বিতীয় ইনিংসের প্রথম সাংবাদিক সম্মেলন করলেন।তৃণমূল নেতা তথা ফুটবলার দীপেন্দু, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এদিন সাংবিদক বৈঠকে বসে একাধিক প্রশ্নের জবাব দেন নুসরত। তিনি এবং মিমির সোশ্যাল মিডিয়াতে ট্রোল হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মহিলা বলেই তাঁদের এভাবে অপদস্ত হতে হচ্ছে।


 আর মহিলাদের জন্য সম্মানের লড়াইতেই তিনি থাকছেন। যাঁরা তাঁদের এভাবে অসম্মান করছেন,তাঁরা বাড়িতে মা বোনেদের সম্মান করতে শিখলেই নুসরত-মিমিদেরও সম্মান করতে পারবেন। এর পর বাবুল সুপ্রিয় ও মুনমুন সেন কে নিয়ে মুসরত বলেন 'মুনমুন মাসির মতো উনি অতটা ফেমাস নন।' পাশাপাশি নুসরতের দাবি ঈর্ষার থেকেই এই সমস্ত মন্তব্য করেছেন বাবুল। অন্য কাউকে ছোট করে নিজেকে বড় করে দেখানোয় অনেকেই বিশ্বাস করেন বলেও এদিন নাম না করে বাবুলকে আক্রমণ করেন নুসরত। পুরো সাংবাদিক সম্মেলন তিনি কথা বলেছেন পোর খাওয়া রাজনৈতিক দের মতো। তবে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না ইদ্রিশ আলি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.