Header Ads

হবু শিক্ষকদের ধর্নার পূর্ণ সমর্থন জানালেন অশোক ভট্টাচার্য!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন রাজ্যের প্রায় ৪০০ হবু শিক্ষক।
প্যানেলে নাম থেকেও নিয়োগ না পাওয়ার প্রতিবাদে স্কুল সার্ভিস কমিশনের প্রার্থীদের অবস্থান-অনশনের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক, মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য।
প্রায় দু’সপ্তাহের কাছে খোলা আকাশের নীচে অনশন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরি-প্রার্থীরা। এখনও পর্যন্ত অসুস্থে হয়ে পড়েছেন ৪০ এর বেশি অনশন-কারী। অশোক-বাবু বুধবার অনশন-স্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।
মেধা বা পরীক্ষার ফলের বিচার না করে এসএসসি-র নিয়োগে স্বজনপোষণ হয়েছে বলে সরব হয়েছেন তিনি। পরে অশোক-বাবু বলেন, ‘‘ওঁদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছি। শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে চিঠি দেব। প্রয়োজনে ফের মন্ত্রীর সঙ্গে দেখা করে কথাও বলব।’’




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.