সারদার সব সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, এখন মৃত্যুর অপেক্ষায় আছি আমি : সুদীপ্ত সেন
নজরবন্দি ব্যুরো: আজ বারাসত আদালতে হাজিরা দিতে এসে কাঁদতে কাঁদতে সারদা কর্তা সুদীপ্ত সেন বলেন "মৃত্যুর অপেক্ষায় আছি আমি, যে কোনও দিন মৃত্যু হতে পারে আমার।"
বারাসত বিশেষ আদালতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল। এরপরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সারদা কর্তা বলেন, "আমার বেঁচে থাকার মতো কিছু আর নেই।"
সুদীপ্ত সেন আরও বলেন, সারদার সব সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে এটাই আশ্চর্য লাগছে।
কিন্তু রাজনৈতিক নেতারা তাঁদের কাজ কীভাবে চালিয়ে যাচ্ছে ? এই প্রশ্নের উত্তরে বলেন, "আমার কিছু বলার নেই। আমার দুর্ভাগ্য। বেঁচে থাকার মধ্যে কিছু নেই। আমার সব কেড়ে নেওয়া হয়েছে। সমস্ত নিয়ে নিয়েছে।" এর জন্য কাউকে দায়ি করবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন, "কাউকে নয়।"
বারাসত বিশেষ আদালতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল। এরপরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সারদা কর্তা বলেন, "আমার বেঁচে থাকার মতো কিছু আর নেই।"
সুদীপ্ত সেন আরও বলেন, সারদার সব সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে এটাই আশ্চর্য লাগছে।

No comments