তুই কি আমার কাব্য হবি?? - বাংলা ২১
"চাইছি তোকে"
রাই দাস
তুই কি আমার কাব্য হবি??
যেমন করে আকাশ বাতাস আমায় খোঁজে...
যেমন করে মেঘের ভেলা যক্ষী খোঁজে..
তুই কি আমার তেমন ধারা কবি হবি??
তোর জন্য আকাশ নীড়ে বাঁধবো বাসা..
তোর জন্য দিগন্ত নীল পালের হাওয়া।
তোর জন্য মন কেমনের বেসুরো তান...
তোর জন্য আমার এমন সুনামি প্রাণ।
তুই কি আমার নষ্টনীড়ের প্রেমিক হবি??
আমার জন্য রাত জাগা এক পাগল প্রেমী?
তোর জন্য রাত জাগা এক গল্পকথন...
তোর জন্য হেলায় হারাই নৌকার দোল।
তোর জন্য আবীর বেচা মন রক্তিম...
তোর জন্য একটা আকাশ টুকটুকে নীল।
তুই কি আমার প্রেম প্রনয়ের কাব্য ধারা???
তুই কি আমার গোলাপ সেঁচা গন্ধ সুধা??
তুই কি আমার শেষ বিকালের আনন্দ ধন???
তুই তো আমার তেমনই প্রেম.... প্রেম আয়োজন!!!
কবি - রাই দাস
নিউ ব্যারাকপুর
কলকাতা
Loading...
কোন মন্তব্য নেই