Header Ads

কংগ্রেস প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন ওমপ্রকাশ মিশ্র। কিন্তু কেন?

নজরবন্দি ব্যুরোঃ তাঁর প্রার্থী হওয়ার জ্বল্পনা ছিল অনেক দিন ধরেই, কংগ্রেসের একটা বড় অংশের সমর্থক চাইছিলেন তিনি প্রার্থী হোন। এমনকি প্রার্থী হবেন কিনা মতামত চেয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন ওমপ্রকাশ মিশ্র। কিন্তু এখন সব জ্বল্পনার অবসান। ভোটে লড়তে চাইলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা রাজ্যের অন্যতম কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন "দক্ষিন কলকাতা, দক্ষিন দিনাজপুরের কংগ্রেস জেলা নেতৃত্ব সহ বালুরঘাট লোকসভার কংগ্রেস পর্যবেক্ষক এবং দক্ষিন কলকাতা লোকসভার পর্যবেক্ষকরা তাঁর নাম প্রস্তাব করেছিল প্রার্থী হওয়ার জন্যে।" তিনি সেজন্যে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটিকেও। এদিন ওমপ্রকাশ মিশ্র আরও জানান বালুরঘাট থেকে লড়ার প্রস্তাব তিনি আগেই ফিরিয়েছেন আর এবার ফেরালেন দক্ষিন কলকাতা আসন থেকে লড়ার প্রস্তাব।
কিন্তু কেন লড়বেন না তিনি? যদিও ওমপ্রকাশ মিশ্রের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবুও সূত্রের খবর তাঁর না লড়ার পেছনে অন্যতম কারন হিসেবে কাজ করছে বামেদের সাথে জোট বা আসন সমঝোতা না হওয়া। এককথায় বলা চলে রাজ্যে বাম কংগ্রেস জোট করানোর জন্যে দীর্ঘ্যদিন ধরেই চেষ্টা করছিলেন ওমপ্রকাশ কিন্তু শেষ পর্যন্ত জোট না হওয়ায় তিনি রীতিমত বিরক্ত। সম্ভবত সেকারনেই ভোটে লড়তে চাইলেন না তিনি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.