দোলের দিন জলের সমস্যা, কাউন্সিলরের বাড়ি ভাঙচুর স্থানীয়দের।
নজরবন্দি ব্যুরোঃ দোলের দিন খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর চালালেন স্থানীয়রা। কলকাতার অন্যতম অভিজাত এলাকা বালিগঞ্জের ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুকদেরবাবুর বিরুদ্ধে অভিয়োগ, এলাকায় দেখা যায় না তাঁকে। ওয়ার্ডের বিস্তীর্ণ অংশে জলের সমস্যা থাকলেও সমাধানে উদ্যোগী নন তিনি। জলের দাবিতে জানুয়ারি মাসে একবার পথ অবরোধও করেছিলেন স্থানীয়রা।
তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। কখনো জল মেলেই না। কখনো জল এলেও তাতে মিশে থাকে নর্দমার নোংরা জল। এমনটাই বলছেন এলাকার মহিলারা। স্থানীয়রা জানিয়েছেন, গত ২ দিন ধরে এলাকায় গঙ্গার জল সরবরাহ বন্ধ। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি। বৃহস্পতিবার দোল খেলে স্নান করতে সমস্যা পড়তে হয় অনেককে। আর এই ক্ষোভ পরে গিয়ে কাউন্সিলরের বাড়িতে।
Loading...
কোন মন্তব্য নেই