Header Ads

তালিকায় সম্প্রতি ৫ দল বদলকারী, রাজ্যের ২৮টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ্য আলোচনার পর দেশের ১৮২ টি এবং রাজ্যের ২৮ টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ২৮জন প্রার্থীর মধ্যে সম্প্রতি দলবদলকারী ৫জনের নামও রয়েছে। দেখেনিন প্রার্থী তালিকা।
কোচবিহার-নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার-জন বার্লা
রায়গঞ্জ-দেবশ্রী চৌধুরী
মালদহ উত্তর-খগেন মুর্মু
যাদবপুর-অনুপম হাজরা
বিষ্ণুপুর-সৌমিত্র খাঁ
দমদম-শমীক ভট্টাচার্য
কলকাতা উত্তর-রাহুল সিনহা
বারাসত-মৃণালকান্তি দেবনাথ
জলপাইগুড়িত-জয়ন্ত রায়
বালুরঘাট-সুকান্ত মজুমদার
মালদহ দক্ষিণ-শ্রীরূপা মিত্র চৌধুরী
কৃষ্ণনগর-কল্যাণ চৌবে
জয়নগর-অশোক কান্ডারি 
মথুরাপুর-শ্যামাপ্রসাদ হালদার
কলকাতা দক্ষিণ-চন্দ্র বোস
বীরভূম-দুধকুমার মণ্ডল
মেদিনীপুর-দিলীপ ঘোষ
ঘাটাল-ভারতী ঘোষ
আসানসোল-বাবুল সুপ্রিয়
বসিরহাট-সায়ন্তন বসু
হুগলিত-লকেট চট্টোপাধ্যায়
শ্রীরামপুর-দেবজিৎ সরকার
ব্যারাকপুর-অর্জুন সিংহ
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.