Header Ads

প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি-র। কোথায় থেকে ভোটে লড়বেন মোদী, অমিত,রাজনাথরা?

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ এর লোকসভা ভোটের বৃহস্পতিবার তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় ১৮২ জনের নাম রয়েছে। বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নরেন্দ্র মোদী। গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিত শাহ। লখনৌ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজনাথ সিং।

 এক নজরে দেখেনিনি অন্য হেভি ওয়েটরা কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 বিজেপির প্রার্থী তালিকা


বারাণসী নরেন্দ্র মোদী
গান্ধীনগর অমিত শাহ
নাগপুর নীতীন গড়কড়ি
লখনৌ রাজনাথ সিং
গাজিয়াবাদ ভিকে সিং
মথুরা হেমা মালিনী
উন্নাও স্বাক্ষী মহারাজ
আমেথি স্মৃতি ইরানি
মুম্বই সেন্ট্রাল পুনম মহাজন
অরুণাচল পূর্ব কিরেণ রিজিজু
ত্রিপুরা পূর্ব প্রতিমা ভৌমিক


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.