Header Ads

প্রথম তালিকায় নাম নেই আদবানির! তাহলে কি বিজেপিতে আডবাণী-যুগের অবসান?

নজরবন্দি ব্যুরোঃ গত কালই লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সারা দেশে ১৮২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এই সর্ব ভারতীয় দল। যেখানে মোদী,অমিত শাহ, রাজনাথ সিং দের মতো নেতাদের নাম থাকলেও নাম নেই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির নাম। শুধু তাই নয় গুজরাতের গাঁধীনগর আসন থেকে লালকৃষ্ণ আডবাণীর বদলে প্রথমবার লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ ।


 মোদী-শাহ জুটি বিজেপির দায়িত্বে আসার পরেই ‘মার্গদর্শক মণ্ডলী’তে ঠাঁই হয়েছিল প্রবীণ নেতা আডবাণী, জোশীর মতো প্রবীণ নেতাদের। বিগত ৫ বছরে যে ‘মণ্ডলী’র নেতাদের এক বারও ‘মার্গদর্শন’ করতে দেওয়া হয়নি। বিজেপির উত্থানের নেপথ্যে থাকা আডবাণীকে এ বারে প্রার্থী না করার পিছনে দলের যুক্তি, ভোটে জয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।এই ঘটনায় বিরোধীদের কটাক্ষের মুখে পরতে হয়েছে বিজেপিকে। দিল্লির অলিন্দে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপিতে আডবাণী-যুগের অবসান হল? সক্রিয় রাজনীতি থেকে কি তাহলে এ বারে চির বিদায় নিতে হল একদা ‘লৌহপুরুষ’ হিসেবে পরিচিত আডবাণীকে?

বিজেপির আসন ঘোষণার পরেই রাহুল গাঁধীর দল আডবাণীকে প্রার্থী না করা নিয়ে কটাক্ষ করেছে। দলের নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘প্রথমে জোর করে লালকৃষ্ণ আডবাণীকে মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এ বার তাঁর আসনও কেড়ে নেওয়া হল। মোদী যখন দলের প্রবীণ নেতাদেরই সম্মান করতে পারেন না, দেশের জনতাকে কী করে করবেন? বিজেপি ভাগাও, দেশ বাঁচাও।’’এটাই এবার বিরোধীদের ভোটের শ্লোগান। যা এই ঘটনার পর আরও জোরাল হল বলে মনে করছেন রাজনৈতিক বিসেশজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.