Header Ads

গল্পের নাম 'টাইম কুইন'

নজরবন্দি ব্যুরোঃ পরিচালক উওম সরকারের হাত ধরে টেলিভিশন জগতের জনপ্রিয় নায়িকা পিয়ালি মুখার্জীর প্রথম ডিজিটার কাজ।এর আগে অনেক সিরিয়াল করেছেন বাক্স বদল,প্রেমের ফাদে,ভালোবাসা ডট কম,মৌচাক এই সব সিরিয়ালে।কলকাতা থেকে এতটা দূরে বেথুয়াডহরি তে শু্টি্ং করতে এসে এক অন্য রকম অভিজ্ঞতা শেয়ার করলেন পিয়ালি মুখার্জী।ঘরোয়া পরিবেশে কাজ করেছি ঘরের খাবার খেয়েছি সবাই মিলে আনন্দ করে কাজ করেছি এবং এক অসাধারন টিমের সঙ্গে কাজ করেছি।এক অন্য রকম চরিএ অভিনয় করলাম সাথে নিজেকে অন্যভাবে দেখার জন্য আমি ও অপেক্ষা করে আছি ।পরিচালক উওম সরকার প্রথমে চরিএ তারপর গল্পের উপর জোর দেয় সেটা দর্শক দেখলে বুঝতে পারবে।গল্পের নাম ' টাইম কুইন'। ফ্ল্যাশব্যাক প্রোডাকশনের প্রযোজনায় এই ছবি। এক রক্ষনশীল পরিবারের মেয়ের গল্প যে রাত ১২ টা থেকে ৩ টের মধ্যে অন্যরকম হয়ে যায় অন্য চরিএ চলে যায় এবং নিজেকে রানি ভাবে এই নিয়ে গল্প এবং এই জন্য ছবির নাম 'টাইম কুইন'। শুটিং হয়েছে নদীয়ার বেথুয়াডহরী তে সাথে স্মাইল বাংলা টিম নিয়ে। কলকাতা থেকে কম কিছু নয় দেখিয়ে দিলেন পরিচালক উওম সরকার ও তার টিম।এই টিম এ রয়েছে ক‍্যামেরাম‍্যান - কিংসুখ মন্ডল ,সহকারি পরিচালক - আরিফ মন্ডল ,আর্ট -সুদীপ মন্ডল ,প্রোডাকশন -ফজল ইলাহি।এটি রিলিজ হবে স্মাইল বাংলা ইউটিউব চ্যানেল এ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.