ভোটের প্রচার শুরু হতেই বিজেপি-তৃণমূলের ঝামেলাতে উতপ্ত হুগলির চাঁপাডাঙা।
নজরবন্দি ব্যুরোঃ ভোট প্রচার শুরু হতেই ঝামেলা শুরু। হুগলির চাঁপাডাঙায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা, বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃনমূল সমর্থককেও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার ঘটনায় চাঁপাডাঙা পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা লাল্টু চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন লাল্টু চ্যাটার্জি।
তিনি পাল্টা অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, প্রার্থী ঘোষণা হতেই এলাকায় বোমাবাজি করে বিজেপি। তৃণমূলের এক কর্মীকে মারধর করা হয়।বিজেপি এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূল নেতার। হামলার ঘটনায় দুপক্ষই তারকেশ্বর থানায় অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Loading...
কোন মন্তব্য নেই