Header Ads

বিহারের মহাজোট নিয়ে দিল্লিতে বৈঠক, উপস্থিত থাকছেন রাহুল গান্ধী

নজরবন্দি ব্যুরো: বিহারে মহাজোট যে হবে এমন খবর ছিল রাজনৈতিক মহলে। এবার বিহারে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রাহুল গান্ধীর।
বুধবার বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন আরজেডির তেজস্বী যাদব। বিকেলের মধ্যেই দিল্লিতে পৌঁছনোর কথা রয়েছে জিতেন রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহার।

বিহারে লোকসভার আসন সংখ্যা ৪০ । এক সূত্রের দাবি, এর মধ্যে কংগ্রেস লড়াই করতে পারে ১১ টি আসনে।
আরজেডি লড়াই করতে পারে ২০ থেকে ২১ টি আসনে আরএলএসপিকে ছাড়া হতে পারে ৩ টি আসন। দুটি আসনে লড়াই করার সম্ভাবনা জিতেন রাম মাঝির দলের। ঝাঁঝিপুর আসন থেকে লড়াই করতে পারে সমাজবাদী পার্টি।

এখন দেখার শেষ পর্যন্ত কার ঝুলিতে কটি আসন যায়। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.