Header Ads

অনশন চলবে! অসুস্থতা নিয়ে অনশনে একাধিক হবু শিক্ষক।

নজরবন্দি ব্যুরো: আন্দোলনকে আরও তীব্র করতে সোমবার থেকেই রিলে অনশনের বদলে টানা অনশন শুরু করেছেন ক্লাস নাইন থেকে টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা হবু শিক্ষকরা।
এই অনশনের কারণে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন আরও ৪ জন। ১৪ দিন ধরে চলতে থাকা এই অনশনে এখনও পর্যন্ত অসুস্থ হয়েছেন ৫০ জন হবু শিক্ষক। তবে এই পরিস্থিতিতেও অনশন চালিয়ে যেতে চান অনশন-কারীরা।

এক চাকরি-প্রার্থী বলেন, “ আজ চারজন খুব অসুস্থ। তার মধ্যে একজন পেটে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি। নতুন করে কয়েক জনের জ্বর এসেছে। তিনিও এসএসকেএম-এ রয়েছেন। এছাড়া আমাদের কারও লো প্রেশার, কেউ আবার হাই প্রেশার নিয়ে এখানে টানা অনশনে চালিয়ে যাচ্ছেন। একজনকে দু'বার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আজ সকালে আবার অসুস্থ হয়ে পড়েন।
তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ট্রিটমেন্টের পর তাঁকে ছেড়ে দেয়। কিন্তু, এখানে আসার পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আবার হাসপাতালে পাঠান হয়েছে।”

হবু শিক্ষকদের প্রথম থেকে একটাই দাবি। তা হল, ভ্যাকেন্সি আপডেট করে অনশন-কারীদের চাকরি সুনিশ্চিত করতে হবে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.