বিমান হামলায় ২০০ জেহাদি মারা গিয়াছে, স্বীকার করে নিয়েছেন পাকিস্তানি সেনার আধিকারিক।দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ মিথ্যের ফুলঝুরি এবার ফাঁস হয়ে গেল পাকিস্থানের। বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে সামনে এল নতুন তথ্য। হামলার পর নিহত জঙ্গিদের দেহ বালাকোট থেকে সরিয়ে ফেলেছিল পাকিস্তানি সেনা। খাইবার-পাখতুনওয়া এবং পাকিস্তানের কিছু আদিবাসী অধ্যুষিত এলাকায় দেহগুলি সরিয়ে ফেলা হয়। সংবাদসংস্থা এএনআই-এর তরফে এই খবর সামনে আনা হয়েছে।
সেখানে বলা হয়েছে, অনেক জঙ্গির মৃতদেহ সরানো হয়েছে।এই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গিলগিটের এক মানবাধিকার কর্মী। একই সঙ্গে তিনি একটি ভিডিও ট্যুইট করেছেন। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে অন্তত ২০০ জনের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে নিচ্ছে পাকিস্তানি সেনা।
গিলগিটের ওই মানবাধিকার কর্মী
হাসনান সেরিং ভিডিয়োটি ট্যুইট করে লিখেছেন, ''বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকে ২০০ জনের
নিহত হওয়ার খবর স্বীকার করে নিচ্ছেন পাকিস্তানি সেনার আধিকারিক। পাকিস্তানের সরকারের
পক্ষ নিয়ে তারা শত্রুর বিরুদ্ধে জেহাদ করছিল। তাই ওপরওয়ালার কাছে তারা বিশেষ মর্যাদা
পাবে।'' দেখুন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/SengeHSering/status/1105660202337095681
এই ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি নজরবন্দি।
https://twitter.com/SengeHSering/status/1105660202337095681
এই ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি নজরবন্দি।
Loading...
কোন মন্তব্য নেই