ডু অর ডাই ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে ভারত।
নজরবন্দি ব্যুরোঃ দেশের রাজধানীতে আজ মহারণ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারত বনাম অস্ট্রেলিয়া চলতি ওয়ান-ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। বিরাট কোহলি বনাম অ্যারন ফিঞ্চের দ্বৈরথের ফল এখন ২-২। সুতরাং দু'দলের কাছেই এটা ডু-অর-ডাই ম্যাচ।
আজ টসে হারতে হল বিরাট কে। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আজ ভারতীয় দলে কিছু পরিবর্তন হয়েছে। যেমন দলে ধুকেছেন সামি আর চাহালের বদলে দলে ফিরেছেন জাদেজা। তিন জন পেশার নিয়ে আজ নামছে ভারত।তিন ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১৯, কোন উইকেট না হারিয়ে।
Loading...
কোন মন্তব্য নেই