Header Ads

পশ্চিম বঙ্গ ছাড়া দেশের আর কোন কোন রাজ্যে ভোটে লড়ছে তৃণমূল জানেন?

নজরবন্দি ব্যুরোঃ গত কালই লোকসভা নির্বাচন উপলক্ষ্যে এদিন রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলা বাদেও অন্য রাজ্যে তৃণমূল ভোটে লড়তে চলেছে বলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ছেন। আসুন দেখেনি বাংলা বাদি অন্য কোন কোন রাজ্যে ভোটে লড়ছে তৃণমূল। ঝাড়খণ্ডে ৩ টি কেন্দ্রে লড়াই করছে তৃণমূল কংগ্রেস।
জামশেদপুর ও রাজমহল ও রাঁচিতে প্রার্থী দেওয়া হচ্ছে। জামশেদপুরে অঞ্জনা মাহাতো, মন্ডল হাঁসদা, সঞ্জয় কুমার পাণ্ডে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দাঁড়াচ্ছেন অয়ন মণ্ডল।অসম থেকে ৬ টি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে তৃণমূল। করিমগঞ্জ, শিলচর, ধুবড়ি, কোকরাঝার, বারপেতা, গুয়াহাটিতে । বিহারের দুটি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে। কিষাণগঞ্জ ও মহারাজগঞ্জে। ওড়িশায় দুটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে। ভদ্রকে অগ্নি চরণ জেনা ও ভুবনেশ্বরে শুভ্রাংশু শেখর ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.