Header Ads

জোট নিয়ে মায়াবতীর বাউন্সার রাহুলকে! জোট বা আসন সমঝোতা কোনটাই হবেনা বিএসপির সাথে।

নজরবন্দি ব্যুরোঃ আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনওরকম আসন সমঝোতা বা জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিলেন বিএসপি নেত্রী। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিলেন কোনওভাবেই কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করবে না বিএসপি।

উত্তরপ্রদেশে সপা-বসপা জোট থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে। তবে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, এবং কর্ণাটকে আংশিক প্রভাব রয়েছে মায়াবতীর দল বিএসপির। সবকটি রাজ্যেই দলিতদের মধ্যে কিছু পরিমাণ ভোট রয়েছে বিএসপির। বেশি না হলেও, ওই সামান্য পরিমাণ ভোটই পার্থক্য করে দিতে পারে লোকসভায়। কিন্তু বিএসপি নেত্রী কংগ্রেসের সঙ্গে যেতে নারাজ। আপাতত, বিজেপি এবং কংগ্রেস দু'দলের সঙ্গেই সমদূরত্ব বজায় রাখার পথে হাঁটছে বিএসপি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.