Header Ads

বিজেপি-তে যোগদান;গুরুতর পার্টি বিরোধী কাজের দায়ে বহিষ্কৃত সিপিআইএমের খগেন।

নজরবন্দি ব্যুরোঃ গত লোকসভা নির্বাচনে মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেস ভোট পেয়েছিল ৩৮৮৬০৯ আর সিপিআইএম পেয়েছিল ৩২২৯০৪। কংগ্রেসের প্রার্থী ছিলেন অধুনা তৃণমূল নেত্রী মৌসম বেনজির নুর আর সিপিআইএমের প্রার্থী ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া খগেন মূর্মু।
সময় এবং সমীকরন দুইই বদলেছে। এবারেও প্রতিদ্বন্দ্বিতা মুখোমুখি মৌসম আর খগেন শুধু বদলে গেছে প্রতীক। মৌসম তৃনমুলে যোগ দিয়েছেন কিছুদিন আগেই আর আজ দিল্লীতে মুকুল রায়ের হাত ধরে খগেন মুর্মু যোগ দিলেন বিজেপিতে।
খগেন মূর্মু বিজেপিতে যোগ দেওয়ার কিছুক্ষন পরেই সাংবাদিক সম্মেলন করে মালদহ জেলা কমিটি তাঁকে বহিষ্কারের খবর জানিয়ে দেয়।
সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও হবিবপুর থেকে পার্টি প্রতীকে নির্বাচিত বিধায়ক খগেন মূর্মুকে গুরুতর পার্টিবিরোধী কাজ এবং শত্রুপক্ষে যোগদানের জন্য পার্টি থেকে সরাসরি বহিষ্কার করলো পার্টির মালদহ জেলা সম্পাদকমন্ডলী। পার্টির মালদহ জেলা সম্পাদক অম্বর মিত্র এদিন সাংবাদিক সম্মেলনে এখবর জানিয়েছেন।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.