আবার চমক! এবার তৃণমূল জেলা সম্পাদক বিপ্লব মিত্র বালুরঘাট কেন্দ্রে বিজেপি-র প্রার্থী?#Exclusive
উল্লেখ্য, মুকুল রায়ের হার ধরে যোগদান করলেই সিপিআইএম থেকে দুলাল বরকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে যাওয়ার কারিগর উত্তরবঙ্গের বিজেপি নেতা রজত মুখার্জী। তাঁর হাত ধরে নিশীথ প্রামানিকও যোগদান করে বিজেপি-তে বলে জানা গেছে। পর্দার আড়ালে থাকা রজত মুখার্জী জানিয়েছিলেন আরও অনেক চমক অপেক্ষা করছে আগামীদিনে। সেই ইঙ্গিতের যবনিকা পতন আসন্ন! এবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে নাম লেখাতে পারেন দক্ষিন দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র বলে খবর। অসমর্থিত সূত্র জানাচ্ছে বিজেপি-র টিকিটে প্রার্থী হতে পারেন তিনি! বিপ্লব পদ্ম চিহ্নে প্রার্থী হতে পারেন বালুরঘাট কেন্দ্র থেকে বলে জানা গেছে। তবে বিজেপি বা বিপ্লব মিত্র সূত্রে এই খবর এখনও প্রকাশ্যে স্বীকার করা হয়নি। তবে যেভাবে আয়ারাম-গয়ারাম রাজনীতি গত কয়েক বছর দাপিয়ে বেড়াচ্ছে বঙ্গের রাজনীতিতে তাতে বিপ্লব মিত্র তৃণমূল থেকে বিজেপি তে যোগদান করলে আশ্চর্য হওয়ার কিছু আছে কি?
Loading...
কোন মন্তব্য নেই