Header Ads

মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহারকে "জি" বলে সম্বোধন রাহুলের! ভোটের আগে নতুন অস্ত্র বিজেপির হাতে।

নজরবন্দি ব্যুরোঃ কান্দাহার ও পুলওয়ামা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি মোদীকে তোপ দাগতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন। বিতর্কে জড়ালেন ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহারকে 'মাসুদ আজহারজি' সম্বোধন করে।রাহুল বলেন, পুলওয়ামা-কাণ্ডে বিস্ফোরণ ঘটিয়েছিল জইশ-ই-মহম্মদ।


 আর এই সংগঠনের প্রধান মাসুদ আজহার। এই সময়ই রাহুল গান্ধী জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে 'মাসুদ আজহারজি' বলে সম্বোধন করে বসেন। মুখ ফসকে তাঁর এই 'মাসুদ আজহারজি' মন্তব্যই এখন বিজেপির কাছে মস্তবড় হাতিয়ার। এই বক্তব্য নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, রাহুল গান্ধীর এই মন্তব্যে গোটা দেশ মর্মাহত, মর্মাহত গোটা জাতি। শহিদ পরিবারের সদস্যরা তো জিজ্ঞাসা করছেন, একজন জঙ্গির প্রতি রাহুলজির অন্তরে এত সম্মান রয়েছে। রাহুল গান্ধী সেনা প্রধানকে বলছেন গুন্ডা আর জঙ্গি নেতাকে দিচ্ছেন সম্মান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.