নিজের আইপিএল কেরিয়ার বাংলার দল সব নিয়ে মুখ খুললেন বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি
নজরবন্দি ব্যুরোঃ এবারের আই পি এল এ তিনি কোন দলে ডাক পাননি। তিনি বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি। তবে এবার আইপিএল এ ধারভাস্যকার রুপে দেখা যাবে তাঁকে। এক প্রথম শ্রেণীর বাংলা সংবাদ মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে বললেন অনেক কথা যা আপনাদের সামনে তুলে ধরা হল। অধিনায়ক মনোজ তেওয়ারির কাছে জানতে পারি কি, বাংলা সদ্যসমাপ্ত মরশুমে এত খারাপ খেলল কেন? মনোজ জবাব দিলেন, '৫১ বছর পর বাংলা রনজি ট্রফি জিতেছিল ১৯৮৯-'৯০ সালে।
বাংলা প্রতি বছর রনজি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কি? অথচ এক অন্যায্য প্রত্যাশা থাকে বাংলার ক্রিকেটপ্রেমীদের, প্রতি বছর রনজিতে চ্যাম্পিয়ন হতে হবে। অসম্ভব। এটা একেবারে অবাস্তব।' কেন অবাস্তব? ব্যাখ্যা দিলেন মনোজ, 'বিদর্ভ পর পর দু'বার রনজি ট্রফিতে চ্যাম্পিয়ন হল, কারণ ওরা একটা সেট টিমকে খেলাতে পারছে। ওয়াসিম জাফরের মতো এক পেশাদার ক্রিকেটারকে বিদর্ভ ধরে রেখেছে। গুরবানির মতো জোরে বোলার ওই দলে আছে। অন্তত দু' থেকে তিনজন ভাল অলরাউন্ডার বিদর্ভ দলে রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু একসঙ্গে খেলছে অনেক দিন ধরে। আমাদের দলে নতুন মুখ অনেক। আমি তো চাইব অন্তত তিন-চার বছর এই ছেলেদের যেন টানা খেলিয়ে যাওয়া হয়। তখন দলটা দানা বাঁধবে।
অরুণলাল চলে এসেছেন। যিনি এসেই গোটা দলের মানসিকতা পাল্টে দেওয়ার চেষ্টা করছেন। গোটা দল তাঁর কথা শুনছে। আমার তো মনে হয় এবার ভাল কিছুই করবে বাংলা। লোকে হয়তো বলে, আমরা খুব খারাপ খেলছি। অথচ আমাদের বাংলা দল কিন্তু সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত খেলেছে। বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে বাংলা। তবু, সবাই শুধু আমাদের খারাপ খেলার কথা বলেন।'
মনে করিয়ে দিলাম যে গত মরশুমে তিনি কিন্তু খুব বেশি রান করেননি। অরুণলাল মনে করেন মনোজ রান করলে বাংলা জিতবে। এটা অনেকটা জাতীয় দলের জেতা-হারার ব্যাপার। বিরাট কোহলি রান করলে ভারত জেতে আর মনোজ তেওয়ারি রান করলে বাংলা জেতে। হেসে ফেললেন প্রথমে, 'এবারও বিজয় হাজারে ট্রফিতে আমি বাংলা দলে হাইয়েস্ট স্কোরার। রনজি ট্রফিতে আমার চেয়ে বেশি রান করেছে অভিমন্যু।
টি-২০-তে ততটা সফল নই এবার। আপস অ্যান্ড ডাউন তো থাকেই। আমার হিসেব তো দিলাম। এরপরও কি ব্যর্থ বলা যায় আমাকে?' একই সঙ্গে মনোজ আশা করছেন, আবার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাবেন, 'পঞ্চাশের ওপর গড় আমার। আমি চাইব, আমি কতটা ধারাবাহিক, এ ব্যাপারটা যেন মাথায় রাখেন ওঁরা। জাতীয় দলে ফেরার আশা ছাড়ছি না।' মনোজ তেওয়ারির আইপিএল কেরিয়ার শেষ? আইপিএল-এ আমি ফিরবই। গতবার পাঞ্জাবের হয়ে খেলেছিলাম বটে। বিশেষ সুযোগ পাইনি। ধরে নিচ্ছি, সেই কারণেই হয়তো আমাকে এবার সুযোগ দেওয়া হল না। তার আগের বছর পুনে রাইজিং স্টারের হয়ে খেলার সময় চারটে পুরস্কার পেয়েছিলাম। তাই আইপিএল-এ ফেরার আশা ছাড়ছি না। ২০১৯-'২০ মরশুমে আমি নিজেকে নতুন করে ভেঙে-চুরে তৈরি করছি। দেখি আইপিএল-এ ডাক পাই কিনা।'
বাংলা প্রতি বছর রনজি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কি? অথচ এক অন্যায্য প্রত্যাশা থাকে বাংলার ক্রিকেটপ্রেমীদের, প্রতি বছর রনজিতে চ্যাম্পিয়ন হতে হবে। অসম্ভব। এটা একেবারে অবাস্তব।' কেন অবাস্তব? ব্যাখ্যা দিলেন মনোজ, 'বিদর্ভ পর পর দু'বার রনজি ট্রফিতে চ্যাম্পিয়ন হল, কারণ ওরা একটা সেট টিমকে খেলাতে পারছে। ওয়াসিম জাফরের মতো এক পেশাদার ক্রিকেটারকে বিদর্ভ ধরে রেখেছে। গুরবানির মতো জোরে বোলার ওই দলে আছে। অন্তত দু' থেকে তিনজন ভাল অলরাউন্ডার বিদর্ভ দলে রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু একসঙ্গে খেলছে অনেক দিন ধরে। আমাদের দলে নতুন মুখ অনেক। আমি তো চাইব অন্তত তিন-চার বছর এই ছেলেদের যেন টানা খেলিয়ে যাওয়া হয়। তখন দলটা দানা বাঁধবে।
টি-২০-তে ততটা সফল নই এবার। আপস অ্যান্ড ডাউন তো থাকেই। আমার হিসেব তো দিলাম। এরপরও কি ব্যর্থ বলা যায় আমাকে?' একই সঙ্গে মনোজ আশা করছেন, আবার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাবেন, 'পঞ্চাশের ওপর গড় আমার। আমি চাইব, আমি কতটা ধারাবাহিক, এ ব্যাপারটা যেন মাথায় রাখেন ওঁরা। জাতীয় দলে ফেরার আশা ছাড়ছি না।' মনোজ তেওয়ারির আইপিএল কেরিয়ার শেষ? আইপিএল-এ আমি ফিরবই। গতবার পাঞ্জাবের হয়ে খেলেছিলাম বটে। বিশেষ সুযোগ পাইনি। ধরে নিচ্ছি, সেই কারণেই হয়তো আমাকে এবার সুযোগ দেওয়া হল না। তার আগের বছর পুনে রাইজিং স্টারের হয়ে খেলার সময় চারটে পুরস্কার পেয়েছিলাম। তাই আইপিএল-এ ফেরার আশা ছাড়ছি না। ২০১৯-'২০ মরশুমে আমি নিজেকে নতুন করে ভেঙে-চুরে তৈরি করছি। দেখি আইপিএল-এ ডাক পাই কিনা।'

No comments