বঙ্গে একা লড়বে কংগ্রেস! সায় সোনিয়া ও রাহুলের।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভাতে জোট নয়, একা লড়াইয়ের প্রস্তাবে সায় হাইকম্যান্ডের। ১০ জনপথ থেকে বেরিয়েই দীপা দাশমুন্সিকে ফোন সোমেন মিত্রের। প্রাক্তন সাংসদের কাছে প্রদেশ সভাপতির আবদার, ‘‘মিষ্টি নিয়ে আসুন।’’
এর আগে কংগ্রেসের সাথে আলোচনা না করেই রাজ্যের ২৫ কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আলিমুদ্দিন। এমনকী কংগ্রেসের রেজাউল করিমকেও নির্দল প্রার্থী বলে ঘোষণা করেছে তারা।
অসন্তোষ চেপে রাখেননি বিধানভবনের নেতারা। এচাড়া অন্যান্য আসন নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক। ‘জোট’ কাঁটার মতন বিঁধছিল কংগ্রেস শিবিরে। এর ফলে দাবি উঠেছিল ‘একলা লড়াই’য়ের। সেই দাবিতে কংগ্রেস হাইকম্যান্ড মান্যতা দেওয়ায় খুশি দলের প্রদেশ নেতারা।
বাম-কংগ্রেস জোট নিয়ে যে জটিলতা আছে তা বার বার প্রকাশ্যে চলে আসছিল শেষ কয়েক দিন। কিন্তু হাইকম্যান্ডের নির্দেশের অপেক্ষায় ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। অবশেষে বিধানভবনের দাবিকে
মেনে নিয়েছেন সোনিয়া ও রাহুল গান্ধী। এর ফলে জোট নয়, লোকসভায় এরাজ্যে একাই লড়বে কংগ্রেস।

No comments