Header Ads

দোলের দিন এবারের চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ!

নজরবন্দি ব্যুরো: এবার দোলে চ্যাম্পিয়ন হল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি তারা। ফলে, এদিন কোথাও কোনও বড় ধরনের গোলমালের খবর নেই। গোটা দিন উপস্থিত ছিলেন খোদ কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার রাস্তায় নামে প্রায় পাঁচ হাজার পুলিশ। এই বাহিনী মোতায়েন থাকছে আজও।
রয়েছে ৭১৯টি পুলিশ পিকেট। রয়েছে কুইক রেসপন্স টিম, রেডিও ফ্লাইং স্কোয়াড, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডও। বাইকে চেপে শহরের অলি-গলিতে বৃহস্পতিবার গোট দিন টহল দিয়েছে পুলিশ। রয়েছে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী 'দ্য উইনার্স'। দোল খেলুন, কিন্তু কোনও বেহাল্লাপনা নয়- এই স্লোগানকে হাতিয়ার করেই কলকাতা পুলিশ-সহ জেলা পুলিশের কর্তারা পথে নেমেছিলেন। যে কোনওরকম গোলমাল ও বেলেল্লাপনা রুখতে এবার টোটো ও অটো করেও কলকাতা ও আশপাশের জেলার শহরগুলির অলিগলিতে নজরদারি চালায় পুলিশ। একইসঙ্গে রং মাখানোর নাম করে শ্লীলতাহানি ও ইভটিজিং রুখতে কলকাতা পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার সারাদিন এলাকায় টহল দেয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.