গ্রেফতার জইশ কমান্ডার! পুলওয়ামা কান্ডের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ।
নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি পুলওয়ামাতে জঙ্গি হানায় ৪০ সেনার মৃত্যু হয়েছে। এবার এই আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত জইশের পুলওয়ামা কমান্ডার সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি। দিল্লি পুলিশ ওই জইশ-ই-মহম্মদ কমান্ডারকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
আগাম খবর পেয়ে পরিকল্পনা মাফিক দিল্লি পুলিশের স্পেশাল সেল জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে সজ্জদ খান নামে ওই ব্যক্তিকে।
পুলিশ জানতে পেরেছে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মুদাসির আহমেদ খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই গ্রেফতার হওয়া ব্যক্তির।গত ১১ মার্চ এনকাউন্টারে নিকেশ করা হয়েছে মুদাসির আহমেদ খানকে।
১৪ ফেব্রুয়ারি ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন পুলওয়ামায়।
আর তার পর থেকে একের পর এক এনকাউন্টারে জঙ্গি নিকেশ করছে ভারতীয় সেনা। আজ দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর।
Loading...
কোন মন্তব্য নেই