Header Ads

এই পাঁচ বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সর্বাধিক!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগে বড় সাফল্য পেল মোদী সরকার। ভারতের অর্থনীতির অগ্রগতি এখন দ্রুতগতিতে হচ্ছে। এর কারণ, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারে ফলেই এই উন্নতি হয়েছে। গত পাঁচ বছরেই এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে।

আর বিশ্বের দরবারে এই সাফল্যের স্বীকৃতি এসেছে ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড (আইএমএফ) থেকে। স্বাভাবিকভাবেই নির্বাচনী মরসুমে আইএমএফের এই স্বীকৃতি বাড়তি অক্সিজেন যোগাল মোদী সরকারকে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে আইএমএফের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়।
ওই সাংবাদিক বৈঠকেই ভারতের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে প্রশ্ন আসে আইএমএফ কর্তৃপক্ষের কাছে। তারই উত্তরে একথা বলা হয় বলে জানা গিয়েছে।

তারা জানিয়েছে, অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে ভারত এখন দ্রুত এগোচ্ছে। গত পাঁচ বছরে সাত শতাংশ হারে এগিয়েছে ভারতের অর্থনীতি। কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কার হয়েছে। তবে আরও সংস্কার প্রয়োজন আছে বলেই আইএমএফের তরফে বলা হয়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.