নতুন প্রতীক পেল কমল হাসানের দল!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন দলীয় প্রতীক পেলেন অভিনেতা কমল হাসানের রাজনৈতিক দল মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম)। 'ব্যাটারি টর্চ' চিহ্নে এবারের লোকসভা নির্বাচনে দেখা যাবে কমল হাসানের দলকে।
ইতিমধ্যে ৩৯টি নয়া রাজনৈতিক দলের প্রতীক ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম রয়েছে কমল হাসানের তৈরি রাজনৈতিক দলের। জানা গিয়েছে, একক ভাবে তামিলনাড়ুর ৩৯টি আসনে এবং পুদুচেরির একটি আসনে লড়াই করবে কমল হাসানের দল।
Loading...
কোন মন্তব্য নেই