Header Ads

লোকসভা ভোট। কথায় কোন রাজ্যে কোন দিন । দেখে নিন এক নজরে

নজরবন্দি ব্যুরোঃ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার। ২০১৯-এ সাত দফায় নির্বাচন হতে চলেছে। যার মধ্যে সাত দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার ও উত্তরপ্রদেশে। এছাড়াও ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১ দফা, চার রাজ্য দুই দফা, দুই রাজ্যে ৩ দফা, এবং চার রাজ্যে চার দফায় নির্বাচন হতে চলেছে।

 প্রথম দফায় ৯১ টি কেন্দ্রে ভোট ১১ এপ্রিল। যা শেষ হচ্ছে ১৯ মে ৫৯ টি আসনে ভোট দিয়ে। সাত দফায় ৫৪৩ টি আসনে ভোট

 এক নজরে দেখে নিন কোন দফাই কত গুলি আসনে হবে ভোট

 • প্রথম দফার ভোট ১১ এপ্রিল। ভোট হবে ২০ টি রাজ্যের ৯১ টি কেন্দ্রে ভোট
 • দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ১৩ রাজ্যের ৯৭ আসনে ভোট
 • তৃতীয় ২৩ এপ্রিল ১৪ টি রাজ্যের ১১৫ টি কেন্দ্রে ভোট
 • চতুর্থ দফায় ২৯ এপ্রিল ভোট ৯ টি রাজ্যের ৭১টি কেন্দ্রে
 • পঞ্চম দফায় ৬ মে ৭ রাজ্যের ৬১ টি আসনে ভোট
 • ষষ্ঠ দফায় ১২ মে ৭ রাজ্যের ৪৯ আসনে ভোট
• সপ্তম তথা শেষ দফা ১৯ মে ৮ রাজ্যের ৫৯ আসনে ভোট
 এবার দেখে নিন কোন দফাই কোন রাজ্যে ভোট।

 ১ দফায় ভোট রাজ্যেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মেঘালয়, মিজোরাম, পঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, উত্তপাখণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, দিল্লি, পুদুচেরি।
 ২ দফায় ভোট রাজ্যেগুলি হল কর্নাটক, মনিপুর, রাজস্থান, ত্রিপুরা
 ৩ দফায় ভোট রাজ্যেগুলি হল অসম, ছত্তিশগড়
 ৪ দফায় ভোট রাজ্যেগুলি হল ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ওড়িশা
 ৫ দফায় ভোট ৫ দফায় ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে
 ৭ দফায় ভোট রাজ্যগুলি হল বিহার, উত্তরপ্রদেশ,পশ্চিমবঙ্গ

  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.