Header Ads

এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গে কোন দফাতে কত আসনে ভোট।

নজরবন্দি ব্যুরোঃ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার। এবার এক নজরে দেখে নিন আমাদের রাজ্যে কোন দফায় কত আসনে হবে ভোট। পশ্চিম বঙ্গে ৭ দফাতে হবে এবারের লোকসভা ভোট।

 প্রথম দফা ১১ এপ্রিল হবে রাজ্যের ২ টি আসনে ভোট, দ্বিতীয় দফা ১৮ এপ্রিল হবে ৩ টি আসনে ভোট। তৃতীয় দফা ২৩ এ এপ্রিল হবে ৫ টি আসনে ভোট। চথুরথ দফা ২৯ এ এপ্রিল হবে ৮ টি আসনে ভোট। পঞ্চম দফা ৬ মে হবে ৭ টি আসনে ভোট। ষষ্ঠ দফা ১২ মে হবে ৮ টি আসনে ভোট। সপ্তম বা শেষ দফাতে ১৯ মে ভোট হবে ৯ টি আসনে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.