Header Ads

জম্মু - কাশ্মীরে জঙ্গিদের চিহ্ন মুছে দিতে হুঙ্কার লেফটেনেন্ট জেনারেলের।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামা হামলার পর জম্মু - কাশ্মীরে জঙ্গিদের চিহ্ন মুছে দিতে আরও তত্পর হয়েছে সেনা। রবিবার ত্রালে এক অভিযানে বড় সাফল্য পেয়েছে তারা। অভিযানে ৩ জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা।

 সোমবার সেনার তরফে এক সাংবাদিক বৈঠকে লেফটেনেন্ট জেনারেল কেজেএস ঢিল্লোঁ বলেন, জম্মু - কাশ্মীরে জইশের চিহ্ন মুছে তবে থামব আমরা। গত ২১ দিনে ১৮টা জঙ্গিকে খতম করা হয়েছে। এদের মধ্যে ৬টা ছিল জইশের কম্যান্ডার। ৮টা পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে সেনা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.