Header Ads

নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিলেন শরদ পাওয়ার!

নজরবন্দি ব্যুরো: দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে অভিজ্ঞতায় অনেক এগিয়ে ছিলেন এনসিপি দলের সবচেয়ে বরিষ্ঠ নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার।
তবে এবার তিনি ভোটে দাঁড়াচ্ছেন না। এদিন নিজের সিদ্ধান্ত ঘোষণাও করে দিয়েছেন তিনি।

৭৮ বছর বয়সী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ২০১২ সালেই নির্বাচনী রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তবে দলের নেতারা চেয়েছিলেন মহারাষ্ট্রের মাধা আসন থেকে শরদ পাওয়ার এবার প্রতিদ্বন্দ্বিতা করুক। সেজন্য ওই আসনে এনসিপি-র বিজয়ী প্রার্থী বিজয়সিং মোহিতে পাটিলকে রাজিও করানো হয়েছিল যাতে তিনি পাশের কেন্দ্র থেকে লড়াই করেন।
তবে এদিন পাওয়ার জানান, তিনি লোকসভা নির্বাচনে আর লড়ছেন না। পরিবারের দুজন, মেয়ে সুপ্রিয়া সুলে ও ভাইপো অজিত পাওয়ারের পুত্র তথা শরদ পাওয়ারের নাতি পার্থ পাওয়ার ভোটে লড়বেন। ফলে ১৪ বার নির্বাচনে লড়া পাওয়ারকে এবারের লোকসভা নির্বাচনে দেখা যাবে না।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.