আর রিলে অনশন নয়, টানা অনশনে বসার সিদ্ধান্ত হবু শিক্ষকদের!
নজরবন্দি ব্যুরো: অনশনের ১১দিন কাটার পরেও কোনও লিখিত আশ্বাস পাননি হবু শিক্ষকরা। তাই আন্দোলনকে আরও তীব্র করতে টানা অনশনের সিদ্ধান্ত নিলেন SSC চাকরিপ্রার্থীরা। প্রায় ১১ দিন ১২ ঘণ্টা করে রিলে অনশন করছিলেন তাঁরা।
আর আজ থেকে টানা অনশনে বসবেন বলে জানিয়েছেন এক আন্দোলনকারী হবু শিক্ষক। যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন অনশন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ক্লাস নাইন থেকে টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা।
হবু শিক্ষকদের অভিযোগ কলকাতা গেজেটের ১:১:৪ অনুপাতে ওয়েটিং লিস্টে প্রার্থীদের রাখার নিয়ম লঙ্ঘন করেছে স্কুল সার্ভিস কমিশন।
তাই তাঁদের প্রত্যেককে চাকরি দিতে হবে। এই দাবিতে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন চাকরিপ্রার্থী। ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ধর্মতলায় অনশন বসেন তাঁরা। কিন্তু, অনশনের ১১ দিন কেটে গেলেও কোনও সদুত্তর পাননি। এর ফলে আন্দোলনকে জোরদার করতে রিলের পরিবর্তে টানা অনশনে বসারও সিদ্ধান্ত নিয়েছেন।
আর আজ থেকে টানা অনশনে বসবেন বলে জানিয়েছেন এক আন্দোলনকারী হবু শিক্ষক। যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন অনশন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ক্লাস নাইন থেকে টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা।
হবু শিক্ষকদের অভিযোগ কলকাতা গেজেটের ১:১:৪ অনুপাতে ওয়েটিং লিস্টে প্রার্থীদের রাখার নিয়ম লঙ্ঘন করেছে স্কুল সার্ভিস কমিশন।
Loading...
কোন মন্তব্য নেই