আজ সিএসকে- আরসিবি ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে - দ্বাদশ আইপিএল ২০১৯।
নজরবন্দি ব্যুরোঃ শুরু হতে চলেছে - দ্বাদশ আইপিএল ২০১৯। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস - এর বিরুদ্ধে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জমজমাট খেলা দিয়ে শুরু হতে চলেছে আইপিএল ২০১৯। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে আইপিএল - এর ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে, রাত ৮টা থেকে ।
প্রথম ম্যাচ দুই দলই জিতেই শুরু করতে চাইছে।কিন্তু রেকর্ড চেন্নাইয়ের পক্ষে । প্রথম ম্যাচে সিএসকে দলে নেই দুই দক্ষিণ আফ্রিকান দুপ্লেসিস ও ইমরান তাহির ।সিএসকের হয়ে ওপেনিং জুটি রায়ডু ও ওয়াটসন ।ধোনি - রায়না - কেদার যাদব মিডল অর্ডারে।দুই অলরাউন্ডার হিসেবে সম্ভবত খেলবেন ডোয়েন ব্রাভো ও মিচেল স্যান্টনার । বাকি এক বিদেশীর কোটায় খেলার কথা স্য়াম বিলিংস ও ডেভিড উইলির মধ্যে একজনের । আরসিবি দলের হয়ে ওপেন করতে পারেন কোহলি - পার্থিব জুটি । এরপর অবশ্যই এবিডি ।
এবারই দলে নেওয়া হয়েছে ক্যা রিবিয়ান প্রতিভা শিমরন হেটমায়ারকে । দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ সিএসকে - শেন ওয়াটসন , আম্বাতি রায়ডু , সুরেশ রায়না , এমএস ধোনি ( অধিনায়ক ও উইকেটরক্ষক ), কেদার যাদব , ডেভিড উইলি / স্যাম বিলিংস , ডোয়েন ব্রাভো , রবীন্দ্র জাদেজা , দীপক চাহার , মিচেল স্যান্টনার ও শর্দুল ঠাকুর ।
আরসিবি - পার্থিব প্যাটেল ( উইকেটরক্ষক ), বিরাট কোহলি ( অধিনায়ক ), এবি ডি ' ভিলিয়ার্স , শিম হেটমায়ার , মইন আলি , শিবম দুবে , ওয়াশিংটন সুন্দর / পবন নেগি , টিম সাউদি / হেনরিখ ক্লাসেন , উমেশ যাদব , মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল ।
প্রথম ম্যাচ দুই দলই জিতেই শুরু করতে চাইছে।কিন্তু রেকর্ড চেন্নাইয়ের পক্ষে । প্রথম ম্যাচে সিএসকে দলে নেই দুই দক্ষিণ আফ্রিকান দুপ্লেসিস ও ইমরান তাহির ।সিএসকের হয়ে ওপেনিং জুটি রায়ডু ও ওয়াটসন ।ধোনি - রায়না - কেদার যাদব মিডল অর্ডারে।দুই অলরাউন্ডার হিসেবে সম্ভবত খেলবেন ডোয়েন ব্রাভো ও মিচেল স্যান্টনার । বাকি এক বিদেশীর কোটায় খেলার কথা স্য়াম বিলিংস ও ডেভিড উইলির মধ্যে একজনের । আরসিবি দলের হয়ে ওপেন করতে পারেন কোহলি - পার্থিব জুটি । এরপর অবশ্যই এবিডি ।
Loading...
কোন মন্তব্য নেই